ভুঁড়ি [Nursery Rhyme]

পুকুর পারে আক্কাস মিয়ার মস্ত এক বাড়ি,


বাড়ির চেয়েও বড় তার নাদুস নুদুস ভুঁড়ি,


তিনি হাঁটার আগে ভুঁড়ি যায় এগিয়ে,


বেশ সমস্যায় আছেন তিনি বিশাল ভুঁড়ি নিয়ে!


 

সাধারণ মানুষ ভুঁড়ি দেখে আর দাঁত কেলিয়ে হাসে,


হাসি দেখে জমে কালো মেঘ আক্কাস মিয়ার মন আকাশে,


এই ডাক্তার সেই ডাক্তার দেখানোর পরেও,


ভুঁড়ি মশাই কমে না এক বিন্দুও!


 

কমার কথা দূরে থাক, দিন দিন চলেছে বেড়ে নাছোড়বান্দা ভুঁড়ি!

 

দিন রাত আক্কাস মিয়া ভাবে আর বলে- ইশ! কি যে করি?

View kingofwords's Full Portfolio
tags: