বৃষ্টি পড়ে অঝোর ধারায়,
মোহিনীর মত নৃত্য করে মন মাতায়,
মাঝে মাঝে মনে হয় মানুষের মত,
কষ্টের এবং সুখের কান্না কি আছে আকাশেরও?
বৃষ্টির নাচন দেখি আর শিশুর মত মুগ্ধ হই,
বৃষ্টির সৌন্দর্যে নিজেকে ভাসাবো না এমন বোকা আমি নই,
বৃষ্টির সাথে আমার সম্পর্ক অনেক পুরনো,
বৃষ্টির প্রেমে পড়েনি যে, বৃষ্টির মর্ম বুঝবে না সে কোনোদিনও!
হে বৃষ্টি! ঝরো, ঝরতেই থাকো অবিরাম,
তোমার তরে আমার এ মনপ্রাণ সঁপে দিলাম!