সিংহ মামা! সিংহ মামা!
কই যাও এখন?
নই আমি তোর মামা টামা,
জলদি ভাগো, হও যদি বিচক্ষণ!
রাগ করোনা সিংহ মামা!
আমি এক পিঁপড়া কেবল,
ভুল যদি হয় করো ক্ষমা,
তোমার মত গায়ে গতরে নেই এতো বল।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ে কথা হবে,
ধন্যবাদ সিংহ মামা! এখন আসি তবে।