দুনিয়াটা হয়েছে আজ যেন ভণ্ডদের আখড়ায় পরিণত,
বলে এক, করে আরেক, চলছে ভণ্ডদের রাজত্ব!
ভালো যারা বাঘের সমুখে অসহায় হরিণের মত কোণঠাসা তারা,
বোবার মত নিশ্চুপ আজ পৃথিবীটাকে বদলাবে যারা।
নেপোলিয়ন ঠিকই বলেছেন, বিশ্ব কষ্টে ভোগে কিছু মানুষ বন্য,
বা তাদের সহিংসতার জন্য নয়, কিন্তু ভালো মানুষদের নীরবতার জন্য,
দুর্নীতি দেখেও আমরা উটের মত না দেখার ভান করি,
অন্যায় মেনে নিয়ে সকল অনাচার মুখ বুজে সহ্য করি।
আসলে অন্যকে দোষ দেবার আগে,
একটি প্রশ্ন মনে জাগে,
ভালো মানুষরাও কি সমান দোষী নয়?
তাদের চোখের সামনেই তো অন্যায় কাণ্ড হয়!
সবাই শুধু বলে ধৈর্য ধরতে,
সময়ের উপর ছেড়ে দিতে,
সময় আসলে নাকি সব ঠিক হয়ে যাবে,
আমি বুঝিনা কোন হেমিলনের বাঁশিওয়ালা এসে সব ঠিক করবে?
কি আজব মানুষ! কি আজব তাদের চিন্তাধারা?
ইতিহাস বলে, দুনিয়াতে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন ছাড়া,
হয়েছে কি কভু কোনও কিছু অর্জন?
পেয়েছে কি কেউ তাদের আরাধ্য পরিবর্তন?