মাঝে মাঝে অলসতা এমনভাবে ভর করে,
যেন ভূত এসে পড়েছে ঘাড়ে,
Madness and Civilisation গ্রন্থমতে অলসতা কারো কাম্য নয় জানি,
তবুও অলস হাওয়া এসে নেয় উড়িয়ে আমার মন খানি।
আমি চাই অলসতার কালো হাত ভেঙ্গে গুঁড়িয়ে দিতে,
কিন্তু যতবার চেষ্টা করি, ততবার হিমালয় হয়ে অলসতা উল্লাসে মাতে,
আমায় পরাজিত করে আর হো হো করে হাসে পাগলের মত,
যেন আমি আজীবন পরাস্ত হলেই হবে সে নিশ্চিন্ত।
হে প্রভু! আমি অলসতার চাদরে চাইনা মোড়াতে নিজেকে,
করি সম্মান পরিশ্রম করে সময়ের সাথে টিকে থাকাকে,
কিন্তু হাওয়া (আ.) কে শয়তান করেছিল যেমন প্ররোচিত,
তেমনি প্ররোচনার জাল পেতে হয় হাজির অলসতা প্রতিনিয়ত।
আমি যতই চাই নিজেকে অলসতা হতে রাখতে দূরে,
তত বেশী অলসতা আসে ঘুরে ফিরে,
যেন দূরে ফেলে দেওয়া কোনও কুকুরের মত,
যে বারে বারে আসে ফিরে ছিল যে ঘর চিরপরিচিত!
কি আর করা! অলসতাকে সত্য ভেবে মেনে নিয়েছি অবশেষে!
পরিশ্রম এ দুনিয়ার নিয়ম বটে, অলসতাও কি নেই মানব চরিত্রে মিশে?
ঈশ্বরের কাছে করি একটাই প্রার্থনা,
আমার অলসতা যেন করেন তিনি মার্জনা!