সাগরে যে উঠে কত ঢেউ!
জানে না তো কেউ,
ঢেউ উঠে, ঢেউ ভাঙ্গে,
কি অদ্ভুত ঢঙে!
ঢেউ আছে বলেই সাগর সুন্দর এতো,
ঢেউ না থাকলে কি সাগরকে সুন্দর দেখাতো?
জলহীন মরুভূমির মতই তখন হত,
শ্মশানের মত নিস্তব্ধ, শান্ত!
ও সাগর! তুমি এতো সুন্দর কেন?
গ্রীক পুরাণের কোনও অমর, অনিন্দ্য দেবী যেন!