আম্মু! আম্মু! আমি বার্গার খাব,
এখন না বাবা, মেলা শেষে কিনে দেব,
না, না, না!
আমি তোমার কোনও কথাই শুনব না।
না শুনলে ঘরে গিয়ে দেব তোমায় মার,
কি জ্বালাতন! হয়েছ ভারী নচ্ছার!
তুমি বার্গার কিনে না দিলে আব্বুকে বলব দিতে,
যাও তবে আব্বুর কাছে, তাকেই বল তোমায় ঠাণ্ডা করতে।
আব্বু! আব্বু! আম্মু বলেছে তোমাকে বলতে,
আমাকে একটি বিরাট বড় বার্গার কিনে দিতে!