নাম তার দুখু আলী,
খুঁজে বেড়ায় সুখ খালি,
সুখের দেখা নাহি পায়,
বসে বসে কাঁদে আর কপাল চাপড়ায়।
একজনে দিল উপদেশ,
পাহাড়ের দেশে নাকি সুখের নাইকো শেষ,
সুখের তরে তাই,
দুখু আলীর কষ্টের সীমা নাই।
সুখের সন্ধানে একদিন হল রওনা সে,
বিশাল ও অদ্ভুত রহস্যে ঘেরা পাহাড়ের দেশে।