আমাকে হতেই হবে জয়ী!

আমাকে হতেই হবে জয়ী!


কেউ বলুক আমার ব্যর্থতার জন্য আমিই দায়ী,


তা আমি দেব না হতে কভু,


আসে আসুক যত বাধার পাহাড় তবু।


 

বিউলফ যেমন ড্রাগনের বুক চিরে হৃদয় এনেছে হাতে,


আমিও সফলতাকে চাই আনতে প্রতি মুহূর্তে,


জানি পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি,


তাইতো সফলতার পথে চাইনা নিতে কোনও বিরতি।


 

আমি চাই পদ্মফুলের মত ফুটে উঠুক আমার যত কাজ,


করিনা পরোয়া থাকে যদি তৈরি হিংসুটেরা আজ,


আমাকে পৌঁছতেই হবে আমার গন্তব্যে,


ক্রুশবিদ্ধ যীশুর মত নয় তবে।


 

পথে যারা বিছায় কাঁটা,


পথেই হয় শেষ তাদের মূল্যহীন জীবনটা,


যদি বুঝত তারা মানুষের তরে কাজ করা মধুর কত, হে ঈশ্বর!


তবে হত তারা ঠিকই নশ্বর দুনিয়ায় অবিনশ্বর।


 

মৃত্যু হয় জয়ী তখন,


মানুষ যায় ভুলে কারো নামটি যখন,


মৃত্যুর মৃত্যু হয় নিশ্চিতভাবে,

 

স্বর্ণাক্ষরে কারো নাম হয় লেখা যবে এ ভবে!

View kingofwords's Full Portfolio
tags: