যখন চোখ বুজি,
মনে মনে তোমায় খুঁজি,
তোমার আভরণহীন তনু ছবির মত উঠে ভেসে,
মোর মনের ক্যানভাসে।
মনে পড়ে সেই বিস্ময়ভরা ক্ষণ,
ছিলে তুমি কচি লতার মত যখন,
তোমার শরীর হতে একে একে পড়ছিল খসে প্রতিটি কাপড়,
আমি কোনও প্রতিযোগীর মত গুনছিলাম পুরস্কার পাবার প্রহর।
তুমি নগ্ন চাঁদের মতই দীপ্তি ছড়াচ্ছিলে,
আমার বাহুডোরে যখন পরম আদরে বন্দি হলে,
লজ্জায় লাজুক লতার মত দৃষ্টি হল অবনত তোমার,
দুধের সরের মত তোমার শুভ্র কম্পমান দেহে সৌন্দর্য অপার!
আমি মূর্তির মত নিস্পলক নেত্রে রইলাম চেয়ে,
আমার চিন্তা চেতনার রাজ্যকে দখল করে রইলে তুমি সেভাবেই দাঁড়িয়ে,
আমি তোমার সমুদ্র তীরের শুভ্র বালির মত কপালে দিলাম আলতো চুম্বন,
তোমার ডালিমের মত গালদুটো লজ্জায় হল আরও লাল তখন।
তোমার দু চোখে দিলাম একে ভালোবাসার চুম্বন যখন,
তুমি নিশ্চিন্ত, নিরাপদ কোনও রাজকুমারীর মত তাকালে বিলক্ষণ,
আমার মনে হল তখন- স্বর্গ করছিল বিরাজ দুজনের মাঝে,
আমার পৌরুষ হল মিশে একাকার যখন তোমার লাজে!