একটি পাখী উড়ে চলছে তো চলছেই,
আজ যেন তার ছুটির দিন, কোনও কাজ নেই!
সে দেখছে ছেলেরা কিভাবে নদীর পারে গোল্লাছুট খেলছে,
কিভাবে বটবৃক্ষের পাতাগুলো দুষ্টু বাতাস উড়িয়ে নিচ্ছে।
একটু সামনে যেতেই পাখিটি দেখে,
গাঁয়ের এক সুন্দরী নববধূকে,
যার পায়ের ডালিমের মত আলতার রং এখনও শুকায়নি,
মাথায় ঘুমটা টেনে লাজুক ভঙ্গীতে যাচ্ছে নিয়ে পানি।
সেই নববধূর পায়ের তলে,
শুকনো পাতা কি যেন যায় বলে!
তারপর পাখীর দৃষ্টি গিয়ে পড়ে,
একজন বৃদ্ধ কৃষকের উপরে।
কৃষকের মাথায় হাত,
যেহেতু ভীষণ বৃষ্টি হয়েছে সারারাত,
ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে সাধন,
ঋষির মত বসে বসে ভাবছে করবে কি এখন?
আরেকটু এগিয়ে যেতেই পাখীটি দেখে,
এক দুষ্টু ছেলে লেজ ধরে দৌড়াচ্ছে একটি নিস্পাপ গাভীকে,
আরেকজন অলিম্পিকের প্রতিযোগীর মত দৌড়াচ্ছে প্রাণপণে,
সুতো ছেড়ে যাওয়া রঙিন ঘুড়ীর পেছনে!