আমি কোনও রাজনৈতিক দলের তকমা লাগাতে চাই না কখনই,
আমি কবি, আমি ইয়াগোর মত সুবিধাবাদী ও চাটুকার নই,
আমি তাদের মত নই যারা দিনরাত মাছির মত ঘুরঘুর করে,
কোনও নেতার ঘরের অন্দরে বাহিরে।
আমি লিখি কারণ লিখলে আমার ভালো লাগে,
হৃদয়ে অগ্নিগিরির মত আলোড়ন জাগে,
ফুল যেমন নিঃস্বার্থভাবে সুগন্ধি সৌন্দর্য ছড়ায়,
আমার বর্ণের মালাও তেমন জোনাকির মত আলো ছড়ায়।
আমি ধিক্কার দেই তাদের যারা মানুষ নামের কলঙ্ক,
আমি ধিক্কার দেই তাদের যারা লেখক নামের কলঙ্ক,
আমি ধিক্কার দেই যারা লেখে শুধুমাত্র একটি গোষ্ঠীর স্তুতি গেয়ে,
আমি ধিক্কার দেই তাদের যারা এসব জেনেও রয় হাবার মত চেয়ে!
আমার বর্ণমালাই কি আমার হয়ে প্রতিবাদ করে না?
আমার বর্ণমালাই কি সহস্র সুপ্ত হৃদয়কে আলোড়িত করে না?
আমার বর্ণমালাই আমার তরবারি, স্টেনগান, এবং বোমা,
আমার বর্ণমালাই টিরেসিয়াসের মত যায় বলে, নেই ক্ষমা, নেই ক্ষমা!
হ্যাঁ, যদি অন্যায় করো, নেই ক্ষমা,
হ্যাঁ, যদি অন্যের পথের কাঁটা হও, নেই ক্ষমা,
হ্যাঁ, যদি ঠগবাজের মত শর্টকাটে সফল হতে চাও, নেই ক্ষমা,
হ্যাঁ, যদি মানুষ হয়েও পশুর মত মন থাকে তোমার, নেই ক্ষমা।