তোমার চোখে দেখেছিলাম আমার ছবি

পূব আকাশে ঘুম ভেঙে ওঠা রাজার মত উঠেছিল যবে রবি,


তোমার চোখে দেখেছিলাম আমার ছবি,


বরফ খণ্ড গলতে থাকলে যেমন হয়,


তোমার মনের বরফ খণ্ড গলার ফলে ভেসেছিল আমার হৃদয়।


 

তোমার চোখ জলে টলমল,


আমি ঠায় দাঁড়িয়ে, যেন স্ট্যাচু অব লিবার্টি, সম্পূর্ণ অচল!


চোখে চোখে হতে লাগলো হাজারো না বলা কথা,


কথার মালা গেঁথে গেঁথে বাড়তে থাকল মনের ব্যথা।


 

আমিতো চিরদিনের তরে,


যাচ্ছিলাম না তোমাকে ছেড়ে,


তবুও মনে হচ্ছিল যেন যুগ যুগান্তরের জন্যে,


হচ্ছিলাম আলাদা দুজনে।


 

বাচ্চার মত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলে তুমি,


 

আমার বুকে মাথা রেখে, আদরে জড়িয়ে ধরলাম আমি,


আমি যেন নিয়াণ্ডারথাল যুগের মানুষ কোনও,


ভাষা কি জিনিস আমি জানতাম না যেন! 


 

মনে হচ্ছিল আমি যাচ্ছিলাম পরপারে,


তোমাকে একলা ফেলে এপারে,


আমি তোমার কপালে আলতো চুমু খাবার পরে,


 পরিণত হল মন তোমার এক কষ্টের সাগরে।

View kingofwords's Full Portfolio
tags: