কে দেখবি আয় ছুটে, আয়রে তোরা কাছে!
দেখে যা দেখে যা, সুন্দরী কমলা নাচে!
কমলা রঙের শাড়ী পরে,
নাচে কমলা ধিং তা না না ওরে!
পায়ে তার নুপুর বাজে,
কমলার গাল হয় লাল লাজে!
দর্শকে উল্লাসে দেয় তালি যখন,
কমলার হৃদয়ও নাচে আনন্দে তখন!
এমন সুন্দর নাচ দেখেছে কে কবে?
যদি দেখতে চাও সবে, আসো জলদী তবে!