মা বানিয়েছে তালের পিঠা,
ওহ! খেতে ভীষণ মিঠা!
যত খাই তত চাই,
যেন ক্ষুধার শেষ নাই!
গরম গরম পিঠা মুখে যখন ঢুকে,
স্বর্গীয় শান্তি আসে নেমে বুকে,
পিঠার মধুর ঘ্রাণে ভরে উঠে চারপাশ,
মনে মনে ভাবি- পেতাম যদি পিঠা দিন রাত বারো মাস!
মাঝে মাঝে অবাক না হয়ে পারি না,
এত স্বাদের পিঠা বানানো চাট্টিখানি কথা না!