আমাদের ঘরের সামনে আছে এক পুকুর,
তার পাশে রই আমি বসে সকাল দুপুর,
তেলাপিয়া মাছ যখন ঝাঁক বেঁধে ভাসে,
তখন আমার মন নাচে উল্লাসে।
কত নাম না জানা গাছের পাতা পড়ে ঐ পুকুরে,
ভেসে ভেসে যায় চলে এপার থেকে ওপারে,
বন্ধুদের নিয়ে যখন নামি গোসল করতে,
মন চায় না শীতল পানি ছেড়ে উঠতে।
এত সুন্দর পুকুর দেখলে প্রাণটা জুড়ে যায়,
ভাবি আনমনে- আজীবন কি এই পুকুর দেখতে পারব হায়!