উঠোন কোণে বসে আপু করছেটা কি?
অতি গোপনে গিয়ে উঁকি দিয়ে দেখি!
বসে বসে তিনি করছেন তৈরি,
মাটির পুতুল দেখতে সুন্দর ভারী!
আপু দিলেন ধমক আমায় দেখে,
আমি ভয়ে তড়িঘড়ি পালাই সেখান থেকে,
মনে মনে ভাবি আমি তখন,
আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কিনব পুতুল মেলা হবে যখন।
আপুকে দেখিয়ে বলব তখন, ‘আমারও পুতুল আছে’,
আপু রেগেমেগে তখন ছুটবে আমার পিছে!