থাম! তোরা থাম!
দেখ তাকিয়ে ঝুলছে গাছে পাকা পাকা আম!
আর না করে দেরী,
চল গিয়ে আম পাড়ি!
একজন বাদে সবাই পেল ভয়,
বলে তারা গাছের মালিক আছে আশেপাশে নিশ্চয়,
এতো ভয় পেলে কি চলে?
যদি পরি ধরা, চেয়ে নেব ক্ষমা আম পেড়েছি বলে।
একজন ভয়ে ভয়ে উঠল শেষে গাছে,
এদিক ওদিক তাকায় সে আর ভাবে- কেউ কি দেখছে?