মেলা হতে বাবা দিয়েছেন কিনে খেলনা এক গাড়ি,
খোকা বেজায় খুশী মনে ফিরছে তাই বাড়ি,
প্লাস্টিকের গাড়ি যেন তার প্রাণ,
বাসায় গিয়ে সবাইকে দেখাবে, করছে মন আনচান।
গাড়ির রং কড়া লাল একদম পাকা তরমুজের মতন,
দুহাত দিয়ে রেখেছে খোকা আগলে যেন যক্ষের ধন!
খুশীতে রাতে ঘুম হবে কি না সন্দেহ তার!
অনেক সাধের গাড়ি পেয়েছে, ভাবনা কি আর!
মনে মনে ভাবে খোকা- তার বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ,
গাড়িটিকে আগলে রাখবে বুকের মাঝে, দেবে না হতে নষ্ট।