জ্বলে আগুন দাউ দাউ করে,
কাউকে কভু নাহি ছাড়ে,
স্বর্ণরঙা আগুন নিষ্ঠুর বড়,
মাতাল আগুনের ভয়ে হয় সবে জড়সড়।
বাতাস দেয় দোলা যখন,
উদ্দাম আগুন আরও বেশী করে জ্বলে তখন,
আগুন মানে না ধনী কিংবা গরীব,
জড় বস্তু, মানুষ কিংবা জন্তু জীব।
আগুন জানে পোড়াতে শুধু,
আগুন নিজেই যেন এক অদ্ভুত জাদু!