কলম হতে কালি ঝরে,
সাদা কাগজে উপচে পড়ে,
বর্ণের মালা যায় গেঁথে,
সুখে আর শান্তিতে।
কলম বাসে ভালো ঐ কাগজটাকে,
একে অন্যকে সকাল সন্ধ্যা ডাকে,
কলম না থাকলে কাগজের থাকাটাই বিফল হত,
হত না রচিত অসাধারণ সাহিত্য যত।
কলম করে ইতিহাস রচনা,
তাই গেয়ে যাই কলমের বন্দনা।