দেখো! দেখো! বেলুন ওড়ে!
বেলুন ওড়ে কি করে?
বেলুনের ভেতর আছে গ্যাস,
সেই গ্যাসের জাদুতেই ওড়ে, ব্যাস!
কি সুন্দর লাগে দেখতে!
দিনের আকাশ হল যেন রঙিন তারাতে,
পাখীর মত যায় উড়ে রঙিন বেলুন যখন,
তার সাথে মেলে ডানা শিশুদের নিস্পাপ মন।
যে বেলুন যায় ঐ দূর আকাশে উড়ে,
সে বেলুন আসে কি কভু এ ভুবনে ফিরে?