শিয়াল পণ্ডিত! শিয়াল পণ্ডিত!
কেন আছো শুয়ে এমন করে, হয়ে চিত?
তুমি কি অসুস্থ নাকি?
তোমার জন্য ডাক্তার ডাকি?
না, না, ভাই!
আমার কোনও অসুখ বিসুখ নাই,
মহা সুখে আছি চিত হয়ে,
সূর্যের আলো নিচ্ছি গায়ে মাখিয়ে!
আচ্ছা শিয়াল পণ্ডিত! এখন যাই তাহলে,
হবে দেখা বিকালে।