ঘোড়া দৌড়ায় ঐ,
কে জানে যায় কই?
দৌড়ে তার কি তেজ!
তিরিং বিরিং দুলে তার লেজ!
ডাকে ঘোড়া থেকে থেকে,
যাচ্ছে ছুটে বাকে বাকে,
হাওয়ায় ওড়ে চুল তার,
ছুটে তার সাথে সাধ্য কার?
চলে ঘোড়া টগবগ টগবগ করে,
দেখলে সেই দৌড় ওরে! প্রাণটা যায় ভরে!