বাগানে ফুল হাসে

আহা কি আনন্দ আকাশে বাতাসে!


বাগানে ফুল হাসে,


এক একটি ফুল যেন রংধনু হতে,


ধার নিয়ে রঙ আজ উল্লাসে মাতে!


 

বাতাস করে দুষ্টামি প্রতিটি ফুলের সাথে,


দেয় দোলা, যায় ছুঁয়ে দিনে রাতে,


এ যেন এক অবিনশ্বর খেলা,


এ যেন সুন্দরের মিলনমেলা!


 

আকাশ কাঁদে, বাতাস কাঁদে,


যখন একটি ফুল ঝরে পড়ে বিষাদে,


যায় হারিয়ে চিরতরে,


নতুনের আগমনের তরে।


 

ধরণী মাতার কাছে,


জীবিতের মত মৃতেরও সমান মূল্য আছে,


পরম আদরে নেয় সে মৃত ফুলকে আগলে বুকে,


ঝিনুক যেমন রাখে মুক্তাকে।


 

ফুল তার সৌন্দর্য বিলায়,


ফুল তার সুরভী ছড়ায়,


ফুলের মত পবিত্র হয় যদি মানব অন্তর,


তবে নরক নিয়ে আর কিসের ভয় ডর!

View kingofwords's Full Portfolio
tags: