ঈদের আগে টিকেট ক্রয়ে বিড়ম্বনা!

ঈদের দিন কাছে আসে যত,


স্টেশনগুলোতে বাড়তে থাকে ভিড় তত,


মানুষ পিঁপড়ার মত দলে দলে,


হুমড়ি খেয়ে পড়ে টিকেট টিকেট বলে!


 

যে কোনও প্রকারে টিকেট চাইই চাই,


টিকেট ছাড়া যে কোনও গতি নাই,


বহু দিন পর,


এই টিকেট দেবে পৌঁছে যাত্রীদের ঘর!


 

টিকেটের বেশী দাম তখন আর মুখ্য নয়,


কোনও প্রকারে টিকেট পেলেই হয়!


তারপর আর ঠেকায় কে?


আনন্দে দেয় চিতার মত দৌড় এদিকে ওদিকে!


 

কেউ কেউ হাতে সোনার টিকেট পেয়ে,


সুখের কান্না কাঁদে উচ্ছ্বসিত হয়ে,


যে দুর্ভাগারা টিকেটের দেখা না পায়,


তাদের মন যেন ঝড়ের কবলে পড়া বাড়ির মত ভেঙ্গে যায়!


 

টিকেটের জন্য যেন এক মহা প্রতিযোগিতা,


বাস, রেল, লঞ্চ, প্লেন সবখানেই চলে তা,


অতিকষ্টে মেলে যখন স্বজনদের দেখা,


মুখে তখন ফুটে ভিঞ্চির মোনালিসার মত হাসির রেখা!

View kingofwords's Full Portfolio