আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি,
তোমায় অনেক অপমান করেছি,
কষ্টের সাগরে দিয়েছি একলা ছেড়ে,
নিয়েছি অনেক সুখের মুহূর্ত কেড়ে।
আমি জানি তোমার হৃদয় হয়েছে ঝাঁঝরা অবিরত,
যুদ্ধের ময়দানে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত সৈনিকের মত,
কিন্তু যাওনি আমায় ছেড়ে কভু,
কসাইয়ের মত আচরণ করার পরও তবু।
আমি আজ ক্ষমা চাইব না,
ক্ষমা চাইলেই ক্ষমা মেলে না,
তাছাড়া মুখে একবার ‘সরি’ বললেই কি আর,
মুহূর্তে ভাঙে এতো দিনের কষ্টের পাহাড়?
এখনও তোমার মনের ভেতর বরফের মত আছে জমা অশ্রুবিন্দু,
যেন এক ঘুমন্ত সিন্ধু,
যদি সে সিন্ধুতে উঠে ঝড় কখনও,
তবে আমার থাকা না থাকায় থাকবে না মানে কোনও।
‘আমি তোমায় এখনও ভালোবাসি’,
এ কথা বলার সাহস নিয়ে কিভাবে আসি?
কিভাবে দাঁড়াই তোমার সামনে?
কিভাবে রাখি নয়ন তোমার নয়নে?