মরিচ এতো ঝাল!
একটু খেয়েই হয়েছে লাল খোকার গাল,
উহ! আহ! করছে কেবল,
বকছে শুধু আবোলতাবোল!
মা বলেছেন পানি খেতে বেশী করে,
অনেক পানি খেয়েও খোকার তৃষ্ণা নাহি ভরে!
একবার খায় সাদা ভাত, আরেকবার খায় চিনি,
উহ! আহ! করতে করতে হয়েছে হাঁপানি!
ঝালের চোটে খোকা কেবল আল্লাহ! আল্লাহ! করে,
“আর খাবে না কাঁচা মরিচ” বলে সে পণ করে।