গাংচিলের মত

ঘুড়ির গাংচিল মত উড়ে যায়,


জানি না কাকে যে খুঁজে বেড়ায়,


আমি যদি গাংচিল হতাম!


হারানো সেই তোমায় ঠিকই খুঁজে নিতাম!


 

ডুবে যাওয়া জাহাজের জীবিত সেই নাবিকের মত আমি একা,


আশা নামক ভেলায় চড়ে আজও ভেবে যাই পাবো তোমার দেখা,


কবে, কোথায়, কখন তা জানি না!


তবে দেখা একদিন হবেই, আমার বিশ্বাস ভুল হবে না।


 

ফুল তার সুরভি হারায় এক সময়,


গাছের ফল পোকার কামড়ে নষ্ট হয়,


আমার মনে তোমার যে প্রতিমূর্তি বসানো আছে,


সেটাকে বলি দেবার জন্যে অস্ত্র নেই সময় নামক কসাইয়ের কাছে!


 

আজকালকার প্লেবয় মার্কা ছেলের মত আমি নই,


যে মোবাইল সিমের মত প্রেমিকা বদল করতে থাকবই!


আমার মত আবেগী ছেলের মনটাকে,


পাউরুটির মত টুকরা টুকরা করে গেলে চলে নরকের দিকে!


 

হ্যাঁ, যেদিক পাণে গেছ তুমি,


তাকে নরক বলব আমি,


গেলেই যখন চলে আমার ভালোবাসার স্বর্গ ছেড়ে,


জেনে রাখো- সুখ কি কাছের গোলাপ ফুল, কেউ এত সহজে ধরে?

View kingofwords's Full Portfolio