খারাপ লাগে দেখি যখন দুঃখী পথশিশুকে,
যে ক্ষুধার জ্বালায় খুঁজে বেড়ায় নিজের মাকে,
খারাপ লাগে যখন দারিদ্র্যের কারণে,
ঘর থেকে বের হয় শিশু ভিক্ষার জন্যে।
খারাপ লাগে গরীবেরা আরও গরীব হয় যখন,
খারাপ লাগে ধনীরা তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে যখন,
খারাপ লাগে যখন দেখি অনাহারে,
কোনও বৃদ্ধ লাশের মত আছে পড়ে রাস্তার ধারে।
খারাপ লাগে মানুষ যখন অমানুষ হয়,
এ বিশাল পৃথিবী তখন অবাক তাকিয়ে রয়!