আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ,
এ ব্যাপারে নেই কারো কোনও ভিন্ন মত,
ক্যাপ্টেন যেমন জাহাজকে সঠিক পথে নেয়,
তেমনি দেশকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব একসময় শিশুরাই নেয়।
আজকের শিশু মানেই নব অভিযাত্রা,
আজকের শিশু মানেই নব অগ্রযাত্রা,
আজকের শিশু আগামীকালের আলো,
আজকের শিশু করবে জয় যা কিছু সুন্দর ও ভালো।
সুস্থ সুন্দর সমাজ পেলে,
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ মেলে,
এক একটি শিশু যখন একটু একটু করে বৃক্ষের মত উঠবে জেগে,
সমাজ জাতি তথা দেশের উন্নয়নের চাকাও চলবে দ্রুতবেগে!
তাইতো আজ প্রাণ খুলে বলে যাই,
একটি ছবির মত সুন্দর ও নান্দনিক সমাজ চাই,
যে সমাজ নয় দূষিত অন্যায় ও অবিচারের কালো ছায়ার দ্বারা,
সে সমাজে ফুল হয়ে ফুটবে একদিন আজকের শিশু যারা।
শিশুকে সুন্দর বর্তমান দিন উপহার,
সুন্দর ভবিষ্যৎ ঠেকায় সাধ্য আছে কার?
স্বার্থপরতার খোলস ছেড়ে বের হয়ে,
এসো আকাশের মত বিশাল হৃদয় নিয়ে যাই এগিয়ে!