হে আল্লাহ্‌!

হে আল্লাহ্‌! হে রহিম, রহমান!


দয়া করো! হে মহান!


তুমি তো দেখছ সবই হে খোদা!


অবর্ণনীয় কষ্টে আছে তারা যাদের মন কাগজের মত সাদা।


 

অন্যায়ের প্রতিবাদ করলেই দোষ হয় আজ,


ন্যায়ের মাথায় যেন পড়েছে বাজ!


শয়তানরা আজ বিষাক্ত সাপের মত একত্রিত সবে,


হে আল্লাহ্‌! জানি না এসবের শেষ হবে কবে?


 

যুদ্ধে সম্ভ্রমহারা নারীর মত,


পদে পদে মানবতা হয় ধর্ষিত,


প্রকাশ্যে বুক ফুলিয়ে অন্যায় করে যে বা যারা,


সব দিক দিয়ে আজ আরাম আয়েশে আছে তারা!


 

এ যেন মধ্যযুগীয় বর্বর যুগের দ্বিতীয় জনম,


ভালো মানুষের হৃদয় হয় প্রতিনিয়ত জখম,


সাধারণ মানুষের বিবেক অসুস্থ নয়,


পুরোপুরি মৃত আজ একথা বলতেই হয়!


 

হে আল্লাহ্‌! হে দয়াবান! সর্বে সর্বা! মালিক দোজাহানের!


অফুরন্ত শক্তি দাও মোদের!


মাটির প্রাসাদের মত গুঁড়িয়ে দিতে চাই অত্যাচারীদের অহমিকা যত,


আমার সাহস দেখে কাঁপে যেন ভয়ে তারা গাছের পাতার মত।

View kingofwords's Full Portfolio