মায়াবী তুমি!

সত্যি জানি আমি,


মাছের মত তুমি,


কভু ধরা দাও না,


আমার হৃদয়ের নারকীয় শিখা যে নেভে না!


 

ভালো যদি নাই বাসো,


তবে কেন কাছে আসো?


কেন চোখে চোখ রেখে চোরের মত সরে পড়?


কেন হেসে আমার হৃদয় করো রক্তাক্ত আরও?


 

আমার মন কি তোমার হাতের খেলনা,


যে যখন তখন করবে ছলনা?


প্রাচীন রোমের কোনও দাস ভাবো আমাকে,


 হুকুম দিয়ে যা ইচ্ছে করাবে নিজ শখে!


 

করে চলেছ প্রতিক্ষণ,


মোর মোমের মত হৃদয়ে রক্তক্ষরণ,


আমি তোমায় ভালোবাসি এটা কি আমার অপরাধ?


কভু কি মিটবে না তোমায় নিয়ে সুখী হবার সাধ?


 

কষ্টের বিনিময়ে কি শান্তি কেনা যায়?


মনে রেখো! একদিন নিশ্চয়ই করবে হায়! হায়!


সেদিন পুলিশের মত আমায় খুঁজলেও পাবে না আমারে,

 

হয়তো আমি চষে বেড়াবো এ ধরাতে কোথাও কিংবা সীমাহীন ওপারে!

View kingofwords's Full Portfolio
tags: