হৈ চৈ!

কিসের এতো হৈ চৈ?


ভাগ্য ভালো, আমি তার অংশ নই!


দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব সংঘাত,


লাগছে একের পড় এক আঘাত।


 

রাস্তা যেন মৃতের বিছানা আজ, গায় না কেউ মানবতার গান,


মানব রক্ত দিয়ে যেন এঁকেছে ছবি কোনও শয়তান,


তারা কোনও বাউলের গান শোনে না,


শুনতে চায় না।


 

তাদের হৃদয় বলতে কিছু আছে কি না আমার নেই জানা,


সে স্থান যেন দখল করে আছে প্যাণ্ডরার বাক্সখানা,


অন্যায় অত্যাচার যেন তাদের আমোদ ফুর্তি,


রক্ত নিয়ে হোলী খেলায় লিপ্ত তারা, মনে ঘৃণার প্রতিমূর্তি।


 

কবে হবে শেষ মানবতার ধর্ষণ?


কবে হবে শেষ মানবতার স্খলন?


কবে হবে শেষ এই হানাহানি মারামারি?


কবে হবে শেষ ক্ষমতা নিয়ে হায়েনার মত এই কাড়াকাড়ি?


 

আমি নতুন বাংলাদেশ দেখতে চাই!


আমি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই!


আমি শান্তির বাংলাদেশ দেখতে চাই!


আমি আমার বাংলাদেশ দেখতে চাই!

View kingofwords's Full Portfolio