কবর

এইখানে সে আছে শুয়ে, এটা তার কবর,


আজ কেউ রাখে, কেউ রাখে না তার খবর,


সে ছিল উজ্জ্বল এবং জীবন্ত,


একেবারে সূর্যের মত।


 

মানুষ তাকে বাসত ভালো, করত সম্মান,


অন্যের উপকার করে পেত শান্তি তার প্রাণ,


কখনও কাউকে দেয়নি কষ্ট,


কখনও করেনি কারো অনিষ্ট।


 

অবতারের মত অতি সহজ সাধারণ,  


ছিল তার ক্ষুদ্র জীবন,


সদা কর্মঠ ছিল সে,


আজ হয়তো হাসছে কিংবা কাঁদছে ওপারে বসে!


 

যতদিন করেছিল সে এ ধরায় সাধুর মত বিচরণ,


ফুলের মত মানবতার তরে দিয়েছিল নিজেকে বিসর্জন,


তার নাম অমর আজ তার কাজে কর্মে,


যুগ যুগ ধরে তারার মত জ্বলবে সে এ মায়াবী ধরাধামে।


 

একদিন সবাইকে যেতে হবে কোনও এক প্রহরে,


সেই দরজা জানালাহীন কাজল কালো ঘরে,


যাবার আগে যদি মোদের হাতে মানুষের কল্যাণ হয়,


মরণের জয় হয় না তখন, মরণ জীবনের আরেক নাম হয়!

View kingofwords's Full Portfolio
tags: