রেখো জড়িয়ে আমায় তোমার অন্তরে,
কুয়াশা রাখে যেমন সবকিছুকে যতন করে,
তবে, হারিয়ে যেও না চট করে,
কুয়াশার মত এতো দ্রুত, আমায় একা করে।
তোমার আমার আত্মা কি আলাদা কিছু?
যাও যেথায় তুমি, আমার মন নেয় পিছু,
আমি মরু প্রান্তরে পথহারা নাবিকের মত হারাই,
যখন তোমার দেখা না পাই।
আকাশ থেকে চন্দ্র সূর্য হারাতে পারে,
সমুদ্রের সব পানি শুকিয়ে যেতে পারে,
কিন্তু আমার ভালোবাসা স্বর্গের মত রবে অমলিন সদা,
কেউ জানুক আর নাই বা জানুক, জানে খোদা!
তোমার নিশ্চয়ই মনে পড়ে হে প্রেয়সী!
সেই প্রথম যেদিন বলেছিলাম তোমায় ‘ভালোবাসি’,
তোমার হাসি পদ্ম ফুলের মত পড়েছিল ছড়িয়ে,
আমি মুগ্ধ হয়ে কার্টুন দেখা শিশুর মত ছিলাম তাকিয়ে!
বলেছিলাম ‘তুমি আমার, শুধুই আমার’,
তোমায় ছিনিয়ে নেয়, সাধ্য আছে কার?
তুমি ভালোবেসে আমার হাতটি ধরেছিলে,
তুমি আমার বুকে ভাবনাহীন শিশুর মত মাথা রেখেছিলে।