শিক্ষা প্রতিষ্ঠানে নকল

যে শিক্ষার আলোয় সমাজ ও দেশ হবে আলোকিত,


যে শিক্ষার আলোয় মানব হৃদয় হবে ফুলের মত প্রস্ফুটিত,


সে শিক্ষা ধ্যানরত শিবের মত তার যথাস্থানেই আছে,


কিন্তু মানবিক মূল্যবোধকে ভেতর থেকে অতি পরিচিত পোকা খাচ্ছে!


 

সেই পোকার নাম নকল,


যেটা করে আছে হিটলারের মত দখল,


বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠান,


হায়! কবে যে হবে তার প্রস্থান?


 

শিক্ষা একটি দেশের মেরুদণ্ড,


কিন্তু সবই যাচ্ছে ভেস্তে, সবই হচ্ছে পণ্ড,


শুধুমাত্র একটু আন্তরিকতা ও সচেতনতার অভাবে,


এ এমন এক সমস্যা যা সকলে জানে হবে সমাধান কিভাবে!


 

কিন্তু হায়! করবে যারা অবস্থার পরিবর্তন,


তাদেরই হয়েছে আজ শয়তানের মত অধঃপতন,


হয়েছে তারা একগুঁয়ে ও পাষাণ নমরুদের মত,


মাকড়শার জালের মত আছে ছড়িয়ে লোভের জাল যত।


 

প্রকৃতির দিকে তাকিয়ে আশাবাদী হতেই হয়,


প্রকৃতির মত পরিবর্তন আসবেই একদিন নিশ্চয়,


আমি সেই সূর্যোদয়ের অপেক্ষায় আছি,


আমি সেই আলো ছোঁয়ার অপেক্ষায় আছি!

 

View kingofwords's Full Portfolio
tags: