মিষ্টি ফল আঙুর,
যদিও বেশ ভঙ্গুর,
ভিটামিনে ভরপুর,
মাছিরা করে প্রেমিকের মত আশেপাশে ঘুরঘুর!
আঙুর ফল নাকি টক,
পায় না যারা তারাই করে এমন অনর্থক বকবক!
নিস্পাপ ফলকে দোষারোপ করে লাভ কি?
প্রকৃতি মাতার উদার বক্ষে সবই চমৎকার বৈকি।
তবে মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয়,
যখন কোনও পথশিশু লোভীর মত আঙুরের দিকে চেয়ে রয়,
রাস্তার পাশে রুগ্ন দেহে, জীর্ণ বেশে,
খালি পায়ে সে থাকে বসে।
আঙুর ফলকে সেই পথশিশুর দুঃখ কষ্ট এক বিন্দুও স্পর্শ করে না,
আজ রাতে তাকে অভুক্ত হয়ে ঘুমাতে হবে আঙুর তা জানে না,
শুধু আঙুর কেন, যারা নিজেদের ‘মানুষ’ বলে, তারাও জানে না
তাদের গণ্ডারের মত চামড়া ভেদ করে কাঙালদের কষ্ট হৃদয়ে ঢুকে না।
এক সমাজ, এক দেশ কিন্তু মানুষে মানুষে কত পার্থক্য!
কত দূরত্ব, কত লোভ-লালসা, কত উঁচু নিচু সম্পর্ক,
দার্শনিকের মত বলতে চাই,
এসবের কি কোনও শেষ নাই?