বাজার থেকে এনেছেন বাবা,
এক মস্ত বড় কাঁঠাল, বাঃ!
দেখতে নাদুস নাদুস এবং তাজা,
খেতে নিশ্চয়ই হবে ভীষণ মজা।
কাঁঠালের মিষ্টি মধুর গন্ধে,
মন প্রাণ যায় ভরে অফুরান আনন্দে,
মনে মনে বলি, অনেক কোয়া খাব খুব মজা করে,
দুএকটা খাবার পরে পেট গেল ভরে।
কাঁঠালের বিচি ভেজে কিংবা রান্না করেও খাওয়া যায়,
গরুর গোশতের সাথে রাঁধলে খোকা বেশ মজা করে খায়!