দেখতে ভারী খাসা!
বাবুই পাখীর বাসা,
শূন্যে বেধে বাসা করে বাস সুখে,
ছেড়ে যায় না দুঃখের দিনে আপন সঙ্গীকে।
কি দারুণ দেখতে বাবুই পাখীর ঘর,
দুলে হাওয়ায় এদিক ওদিক তালগাছের উপর,
এক একটি পাখী যেন ঝানু শিল্পী,
নান্দনিকতায় দেয় নিজেদের সপি।
বাবুই পাখী! বাবুই পাখী!
প্রাণ ভরে আজ তোমায় দেখি।