খুকী প্রতি রাতে,
মেঘের সাথে কথায় মাতে,
তার সুখ দুঃখের কথা সকল,
যায় বলে অনর্গল।
খুকী ভাবে মনে মনে,
নিশ্চয়ই মেঘ তার কথা শুনে,
শুনুক আর নাই বা শুনুক, নাই দুঃখ বিশেষ,
মন তার হালকা হয় বেশ।
আকাশে মেঘ যখন পরীর মত ভাসে,
খুকীর মন তখন অজান্তেই হাসে!