রেলগাড়ি চলে রে,
সাপের মত করে!
পথ, ঘাট, মাঠ পেরিয়ে,
যায় শুধু এগিয়ে।
থামে স্টেশনে কয়েক মুহূর্ত,
আবার রওনা হয় দ্রুত,
দিন রাত ছুটে চলে অবিরাম,
ধনী, গরীব সকলেই পায় যে আরাম!
রেলগাড়ি রেলগাড়ি!
চলে হেলে দুলে ভারী!