শখ করেছে খোকা ওরে!
হাতির পীঠে চড়ে, যাবে বহু দূরে,
দেখবে মানুষ, বাড়ি ঘর,
চেনা অচেনা পথ প্রান্তর।
পরিচিত বন্ধুরা অবাক হয়ে যাবে,
খোকা একা হাতির পীঠে চড়ল কিভাবে?
নামার সময় বলবে, ‘হাতি তুমি বসো,
কালকে তুমি আবার এসো’!
মস্ত বড় নাক উঁচিয়ে হাতি সালাম দেবে,
মনের আনন্দে খোকা বাড়িতে রওনা হবে।