আমি ভুল করেছিলাম,
পরে আবার ‘সরি’ বলেছিলাম,
কিন্তু তুমি ক্ষমা করোনি আমায়,
আজও সে কষ্ট আমায় পোকার মত কুড়ে কুড়ে খায়।
ভুল করে তওবা করলে,
বিধাতার দরবারেও তো ক্ষমার দেখা মেলে,
তুমি কেন তবে ডাইনীর মত এতো নিষ্ঠুর হলে?
পড়বে কবে তোমার মনের অহংকারের বরফ গলে?
এতো রাগ ভালো নয়,
এতো অহংকার ভালো নয়,
জানো নিশ্চয়,
অহংকারীর পতন একদিন না একিদন হয়।
সত্যিকারের ভালোবাসাকে পায়ে ঠেলে,
এক ভণ্ডের হাত ধরে গেলে চলে,
একদিন হয়তো বুঝবে কত বড় ভুল করেছ তুমি,
দুর্ভাগ্য হায়! তখন থাকব না তব পাশে আমি।
নিয়তির নিষ্ঠুর খেলা ভেবে,
মেনে নিয়েছি সবই তবে,
অন্য কাউকে মন থেকে ভালোবাসতে পারব না আর,
কারণ শুধু তোমাকেই দিয়েছিলাম একটি মন আমার।