অন্যায় দেখলে রুখে দাড়াও!

হে নওজোয়ান!


হও আগুয়ান!


উড়াও তোমার নীতির পতাকা,


তুমি আজ নও তো একা।


 

আমি, সে, তিনি, তারা, আমরা আছি,


তোমার পাশে ছায়ার মত কাছাকাছি,


তুমি মেঘের মত গর্জনে গর্জনে আকাশ বাতাস ভারী করো,


তুমি কালবৈশাখীর মত উন্মাদ নৃত্য করো!


 

আজ তুমি কুম্ভকর্ণের মত থেকো না ঘুমিয়ে,


তোমাকে আসতেই হবে এগিয়ে,


আজ তুমি গান্ধী হও, আব্রাহাম লিঙ্কন হও!


আজ তুমি হিরোশিমা আর নাগাসাকির কান্না হও!


 

সূর্যের মত তোমাকে আসতেই হবে বারবার,


তোমাকে জাগতেই হবে বারবার,


তোমাকে জাগাতেই হবে বারবার,


তোমাকে নজরুলের মত বিদ্রোহী হতে হবে বারবার!


 

নবীর মত পথ দেখাবে তুমি,


অন্ধকারে জোনাকির আলোর মত জ্বলবে তুমি,


অন্যায়ের হাত পা কাঁপবে তোমাকে দেখে,


তুমি এসেছ, দাও জানিয়ে আজ পুরো বিশ্বকে!

View kingofwords's Full Portfolio