ভণ্ড!

খুব আপন একজন মানুষ তিনি,


খুব কাছের যিনি,


রক্তের সেতুবন্ধনে আবদ্ধ মোরা,


আদতে ভণ্ড এক, জোকারের মত মুখোশ পরা!


 

বয়স তার কম হয়নি,


কিন্তু এখনও নষ্টামি যায়নি,


চালাকি করে আর কত পাবে পার?


ধরা তো পড়ে সবই চোখে আমার!


 

লুকোচুরির খেলা কত খেলবে আর?


একদিন না একদিন তো হবে জানা সবার,


সত্য সূর্যের আলোর মত,


চাপা দেয়া কি সহজ এতো?


 

আমি ভাবি মাঝে মাঝে একা দিন বা রাতে,


কি হবে সেদিন পড়বে যেদিন ধরা হাতেনাতে,


মুখোশ হবে উন্মোচন,


কয়লার মত কলঙ্কের কালি হবে মুখে লেপন।


 

আমি আছি সেইদিনের আশায়,


যেদিন ভরাবো তাদের কান তামাশায়,


ঢোলের মত হবে শব্দ তালে তালে,


পড়বে যখন অগুনতি ক্ষুধার্ত হাত চারটি গালে!

View kingofwords's Full Portfolio