টিয়ে পাখী! টিয়ে পাখী! তুমি এতো সবুজ কেন?
আমি তোমায় বলব কেন?
বলই না লক্ষ্মী পাখী আমার!
আমি পারব না, অনেক কাজ আছে করার।
টিয়ে পাখী! টিয়ে পাখী! তোমার বাসা কই?
পাশের পাহাড়ে ঐ,
তোমার বাসা কি চড়ুই পাখীর বাসার মত,
না, আমি থাকে উঁচু গাছে যেথায় আছে গর্ত।
টিয়ে পাখী! টিয়ে পাখী! তুমি সুন্দর খুব!
এখন আমি যাই চলে, সূর্য দিচ্ছে ডুব!