একে একে যেমন দুই হয়,
তেমনি ভালোবাসায় দুটি মন মিলতে হয়,
প্রেমিক প্রেমিকা হয় যদি একে অন্যের আয়নার মত,
তবেই ভালোবাসার ভিত্তি হয় ইস্পাতের চেয়েও শক্ত।
প্রেম করলে লাইলী মজনুর মত করতে হবে,
কিংবা রোমিও জুলিয়েটের মত তবে,
প্রেমের নামে কাম আর ভোগের পূজা করলে,
জীবন হবে আবর্জনার মত মূল্যহীন, যাবে সব জলে।
প্রেমের নামে যারা ধোঁকা দেয়,
প্রেমের নামে যারা লম্পটের মত ছলনার আশ্রয় নেয়,
তারা চাঁদের মাঝে কলঙ্কের মত,
সুগঠিত শরীরে দগদগে ক্ষত!
সত্যিকারের প্রেম ভুলা মুশকিল, পড়েছিলাম একবার,
একটি শিশু দুর্ভাগ্যজনকভাবে অন্ধকার,
কুয়ায় পড়ে গেলে আমৃত্যু সেই স্মৃতির বোঝা বইতে হয়,
যেন এস টি কোলেরিজের কবিতার বুড়ো নাবিকের ঘাড়ে মৃত এ্যালবাট্রস!
প্রেম করতে চাইলে প্রেমের সাগরে ভাসলে হবে না,
ডুবতে হবে, গভীরে যেতে হবে, না হয় প্রেম মিলবে না,
মোবাইল বদলের মত প্রেমিক প্রেমিকা বদলানোকে কি প্রেম বলা যায়?
আসল প্রেমের দেখা মেলে সেথায় যেথায় প্রেমিকার কষ্টে প্রেমিকও কষ্ট পায়।