হঠাৎ দেখা সুন্দর বুলবুলি পাখিটা

এক রাতে কেন জানি বুলবুলি পাখির কথা পড়ল মনে,


অনেকদিন বুলবুলি পাখি দেখি না, যদি একটি দেখতে পেতাম এইখানে!


ছোটবেলায় বটগাছের ডালে ডালে,


নৃত্যরত মেয়ের মত নেচে বেড়াত ডালে ডালে।


 

বটগাছের লাল ফল খেত তৃপ্তি নিয়ে,


আমি রইতাম চেয়ে তাদের পাণে মুগ্ধ হয়ে,


বরের মাথায় পরা পাগড়ীর মত দেখতে জায়গাটা,


বুলবুলি পাখির এক অসাধারণ সৌন্দর্যের ছটা।


 

কালো লেজ দুলিয়ে দুলিয়ে,


কাজলের মত ঠোঁট দিয়ে,


করত আদর একে অন্যকে,


আহ! কতই না ভালোবাসতাম বুলবুলি পাখিটাকে!


 

শহরে বুলবুলি পাখির দেখা মেলা,


আর শীতকালে চিনির মত মিষ্টি আমের স্বাদ নেয়া একই কথা!


সভ্যতা যত ঘোড়ার মত যাচ্ছে ছুটে,


পাখিরা সভ্যতার সাথে সম্পর্ক তত দিচ্ছে কেটে।


 

বুলবুলি পাখি দেখার বাসনা দিল উঁকি মনে যে রাতে,


পরদিন বারান্দার পাশে ধ্যানমগ্ন ঋষির মত দাঁড়িয়ে থাকা নারকেল গাছটাতে,


বসল এসে কপালে নববধূর মত সিঁদুর পরা বুলবুলি,


সে যেন আমায় দেখতে এল, দুয়েক মিনিট থেকে আবার গেল চলি!

View kingofwords's Full Portfolio