দুই বান্ধবী মিলা ও নীলা,
সারাদিন করে শুধু পুতুল নিয়ে খেলা,
আম্মুর বকুনি খায় আর হাসে,
রাতে ঘুমাতে গেলে পুতুল রাখে পাশে।
আদর সোহাগে পুতুলকে দেয় ভরে,
যায় যেদিকেই পুতুলের সঙ্গ নাহি ছাড়ে,
নিজ হাতে বানানো পুতুল ভীষণ প্রিয় তাদের,
হয়ে গেছে যেন অংশ তাদের প্রাণের!
মজা করে খাওয়ায় পুতুলকে মিছিমিছি!
বলে ওরা, “ভয় পেয়ো না পুতুল সোনা! আমরা কাছে আছি!”